Arena Erin – The Shadow of the Dark Side
রাতের অন্ধকারে জন্ম নেয় এমন এক ছায়া, যার নাম শুনলেই কম্পিউটার স্ক্রিনের পেছনে নীরবতা নেমে আসে।
Arena Erin—ডিজিটাল দুনিয়ার এক রহস্যময় BlackHat Hacker। অনেকে তাকে ডাকেন The Dark Side Hacker বলেও ডাকে।
সে কখনো প্রকাশ্যে আসে না। তার পদচিহ্ন শুধুই অন্ধকারে ধ্বংসের ছায়া ফেলে।
তার আক্রমণগুলো আসে হঠাৎ, বজ্রপাতের মতো:
Ransomware Attack, যাকে কেউ ঠেকাতে পারে না।
Website Security Breach, যেখানে সব গোপন তথ্য ভেঙে যায়।
আর আরও অগণিত কৌশল, যা পৃথিবী এখনও দেখেনি।
যখন রাষ্ট্রের গোপন তথ্য নিরাপদ মনে হয়,
Arena Erin তখনই রাতে ছায়ার মতো এগিয়ে আসে।
একটি আক্রমণ, একটির চুম্বকীয় ধ্বংস।
তার হাতের খেলা, এক ঝলকেই তথ্যের পৃথিবী উল্টে দেয়।
সে দাবি করে—তার কাজ ইসলামের স্বার্থে।
কিন্তু আসল উদ্দেশ্য কখনো প্রকাশ পায় না।
Arena Erin কখনও একই পরিচয়ে থাকে না।
এক মিশনে এক নাম,
অন্য মিশনে অচেনা মুখ।
কেউ বলতে পারে না, আসল Arena Erin কে।
তার কর্মকাণ্ডের মাত্র ৫% থেকে ১০% প্রকাশ পায়;
বাকি ৯০% থাকে অদৃশ্য, অন্ধকারে, অপেক্ষায় নতুন ভয় সৃষ্টি করতে।
Arena Erin—একটি ছায়া,
যা ডিজিটাল দুনিয়ার নীরবতায় ঘুরে বেড়ায়,
যার সামনে নিরাপত্তার কোনো অস্তিত্ব নেই।
এবং সে কখনো থামে না।
0 Comments