ইংরেজি না জানার জন্য নিজেকে অহেতুক দোষারোপ করবে নাঃ আপনার ইংরেজি জ্ঞানের স্বল্পতা থাকতেই পারে। কিন্তু সেজন্য নিজেকে কখনোই দোষারোপ করবেন না! আপনি তো শিখতেই চাচ্ছেন এখন। কখনো না শেখার চেয়ে দেরিতে শেখাই কি ভালো না?
অনুশীলনের বিকল্প নেই, প্রয়োজনে আপনি ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলা অনুশীলন করুন এবং নিজের Voice রেকর্ড করে শুনুন। এতে আপনার Confidence বাড়বে, নিজের ভুলগুলোও বুঝতে পারবেন। ইনশাল্লাহ এটা খুবই কাজে দেয়, করেই দেখুন একবার।
তো শুরু করা যাক আজকের ক্লাস (২য় ক্লাস) ।
*opurtunity=(অপারচুনিটি)=সুযোগ
*big=(বিগ) =বড়
*big opourtunity=(বিগ অপারচুনিটি)=বড় সুযোগ
*it's a big opourtunity for you=(ইটস এ বিগ অপারচুনিটি ফর ইউ)=এটা তোমার জন্য বড় একটি সুযোগ।
*really =(রিয়েলি)= আসলেই
*this is really big opourtunity for you=(দিস ইজ রিয়েলি বিগ অপারচুনিটি ফর ইউ)=ইহা তোমার জন্য আসলেই বড় সুযোগ।
*let=(লেট)=দেওয়া
*finish=(ফিনিশ)= শেষ করা
*Let me finish=(লেট মি ফিনিশ)=আমাকে শেষ করতে দাও।
*why=(হোয়াই)=কেনো?
*go=(গো)=যাওয়া
*going=(গোয়িং)=যাচ্ছ
*Why you are going=(হোয়াই ইউ আর গোয়িং)=তুমি চলে যাচ্ছ কেনো?
*wait=(ওয়েট)=অপেক্ষা করা
*come=(কাম)=আসা
*soon=(সন)=শীঘ্রই
*Wait I am coming soon=(ওয়েট আই এম কামিং সন)=অপেক্ষা করুন আমি শীঘ্রই আসছি।
*okay=(ওকে)=ঠিক আছে
*Ok you can go=(ওকে ইউ কেন গো)=ঠিক আছে তুমি যেতে পার।
*information=(ইনফরমেশন)=তথ্য
*give me your information=(গিভ মি ইউর ইনফরমেশন)=আমাকে তোমার তথ্য দাও।
*but=(বাট)=কিন্তু
*it=(ইট)=ইহা
*remember=(রিমেম্বার)=মনেরাখা
*But remember it...=(বাট রিমেম্বার ইট)=কিন্তু ইহা মনেরেখ।
*profession=(প্রফেশন)=পেশা
*What is your profession=(হোয়াট ইজ ইউর প্রফেশন)=তোমার পেশা কি?
*Do=(ডু)=করা
*don't=(ডন্ট)=করোনা / না করা
*know =(নো)= জানা
*Do you know english=(ডু ইউ নো ইংলিশ)=তুমি কি ইংরেজী জানো।
*well=(ওয়েল)=ভাল
*I don't know=(আই ডন্ট নো)=আমি জানিনা।
*I don't know english well=(আই ডন্ট নো ইংলিশ ওয়েল)=আমি ভাল ইংরেজী জানিনা।
*enough=(এনাফ)=যথেষ্ঠ
*You know enough english=(ইউ নো এনাফ ইংলিশ)=তুমি যথেষ্ট ইংরেজী যান।
*Dear=(ডিয়ার)=প্রিয়
*need=(নিড)=দরকার/প্রয়োজন
*friend=(ফ্রেন্ড)=বন্ধু
*now=(নাউ)=এখন
*Ok dear friend, I need to go now!=(ওকে ডিয়ার , আই নিড টু গো নাউ)=ঠিক আছে প্রিয় বন্ধু, আমার এখন যাওয়া দরকার।
*Why you are going=(হোয়াই ইউ আর গোয়িং)=তুমি চলে যাচ্ছ কেন?
*would you=(উড ইউ)=তুমি কি
*would you like to play=(উড ইউ লাইক টু প্লে?)=তুমি কি খেলতে চাও?
*would you like to come=(উড ইউ লাইক টু কাম?)=তুমি কি আসতে চাও?
*would you like to go=(উড ইউ লাইক টু গো?)=তুমি কি যেতে চাও?
*say =(ছে)= বলা
*something=(সামথিং)= কিছু
*would you like to say something=(উড ইউ লাইক টু ছে সামথিং?)=তুমি কি কিছু বলতে চাও?
*breakfast=(ব্রেকফাস্ট)=সকালের নাস্তা
*have you breakfast=(হেভ ইউ ব্রেকফাস্ট)=তুমি কি সকালের নাস্তা করেছ?
*careful=(কেয়ারফুল)=সচেতন
*should be=(শুড বি)=হয়া উচিৎ
*now you should be careful=(নাউ ইউ শুড বি কেয়ারফুল)= এখন তোমার সচেতন হওয়া উচিৎ।
*consider=(কঞ্ছিডার)=বিবেচনা
*you should be consider=(ইউ শুড বি কঞ্ছিডার)=তোমার বিবেচনা করা উচিত।
*ask=(আস্ক)=জিজ্ঞাসা করা
*why=(হোয়াই)=কেন?
*silent=(সাইলেন্ট)=চুপ থাকা
*why you ask me=(হোয়াই ইউ আস্ক মি?)=তুমি আমাকে জিজ্ঞেস করছ কেন?
*why you are sad=(হোয়াই ইউ আর সেড?)=তোমার মন খারাপ কেন?
*why you are silent=(হোয়াই ইউ আর সাইলেন্ট)=তুমি চুপ কেন?
*we=(উই)=আমাদের
*confirm=(কনফার্ম )=নিশ্চিত
*about=(এবাউট)=সম্পর্কে
*about it=(এবাউট ইট)=এ বিষয়ে
*we need to confirm about it=(উই নিড টু কনফার্ম এবাউট ইট)=আমাদের এ বিষয়ে নিশ্চিত হওয়া উচিত।
*cross=(ক্রস)=অতিক্রম করা
*limit=(লিমিট)=সীমা/পরিমান
*you are crossing your limit=(ইউ আর ক্রসিং ইউর লিমিট)=তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ...
*you are welcome=(ইউ আর ওয়েলকাম)=তোমাকে স্বাগতম
*most=(মোস্ট)=অধিক।
*you are most welcome=(ইউ আর মোস্ট ওয়েলকাম)=তোমাকে অনেক শুভেচ্ছা।
*beautiful=(বিঊটিফুল)=সুন্দর
*you are so beautiful=(ইউ আর ছো বিঊটিফুল)=তুমি অনেক সুন্দর
*you also beautiful=(ইউ অলছো বিউটিফুল)=তুমিও সুন্দর
*confidence=(কনফিডেঞ্ছ)=আত্নবিশ্বাস।
*I have most confidence=(আই হেভ মোস্ট কনফিডেঞ্ছ)=আমার অনেক আত্নবিশ্বাস আছে ।
*forget=(ফরগোট )=ভুলেযাওয়া/হারানো।
*never=(নেভার)=কখনো না।
*I never forget you=(আই নেভার ফরগোট ইউ)=আমি তোমাকে কখনো হারাবোনা।
*give up=(গিভ আপ)=না মানা / তুচ্ছ করা
*I never give up=(আই নেভার গিভ আপ)=আমি কখনো হার মানবনা
*thought=(থট)=ভাবা/ভেবেছিলাম/চিন্তাকরেছিলাম
*I never thought=(আই নেভার থট)=আমি কখনো ভাবিনি
*had=(হেড)=ছিল।
*I never had=(আই নেভার হেড)=আমার কখনো ছিলনা ।
*heare=(হেয়ার)= শোনা
*I never heared=(আই নেভার হেয়ারড)আমি কখনো শুনিনি।
*mind=(মাইন্ড)= মনে করা
*don't mind=(ডন্ট মাইন্ড)=কিছু মনে করোনা ।
HR_JUWEL
0 Comments