ভালো ইংরেজি জানতে হলে Listening Skill বাড়ান। যত বেশি আপনি নিজ কানে শুনে বুঝবেন, ততই আপনার শেখাটা ত্বরান্বিত হবে। বেশি বেশি ইংরেজি মুভি দেখুন, গান শুনুন, ডকুমেন্টারি প্রোগ্রাম দেখুন। ধীরে ধীরে আপনার Listening Skill অনেক Developed হয়ে উঠবে।
অনুশীলনের বিকল্প নেই, প্রয়োজনে আপনি ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলা অনুশীলন করুন এবং নিজের Voice রেকর্ড করে শুনুন। এতে আপনার Confidence বাড়বে, নিজের ভুলগুলোও বুঝতে পারবেন। ইনশাল্লাহ এটা খুবই কাজে দেয়, করেই দেখুন একবার।
তো শুরু করা যাক আজকের ক্লাস (৪র্থ ক্লাস) ।
where=(হয়ার)=কোথায়?
dad/father=(ডেড/ফাদার)=বাবা/পিতা
where is dad=(হয়ার ইজ ডেড?)=বাবা কোথায়?
watch=(ওয়াচ)=দেখা
He is watching TV=(হি ইজ ওয়াচিং টিভি)=সে টিভি দেখছে।
hungry=(হাংরি)=ক্ষুদার্ত
very=(ভেরি)=খুব
I am very hungry now.=(আই এম ভেরি হাংরি নাউ) =আমি এখন খুব ক্ষুদার্ত।
eat=(ইট)=খাওয়া
let me to eat=(লেট মি টু ইট)=আমাকে খেতে দাও।
bussy=(বিজি)=ব্যাস্ত
call=(কল)=ডাকা
I am bussy now.=(আই এম বিজি নাউ)=আমি এখন ব্যাস্থ আছি
wife=(ওয়াইফ)=বউ
you can call your wife=(ইউ কেন কল ইউর ওয়াইফ)=তুমি তোমার বউকে ডাকতে পার
free=(ফ্রি)= অবসর
She is now free=(শি ইজ নাউ ফ্রি)=সে এখন অবসর আছে
where =(হয়ার)= কোথায়
Oboni...! where are you=(অবনি...!হয়ার আর ইউ)=অবনি... তুমি কোথায়?
come=(কাম)=আসা
here =(হেয়ার)=এখানে
come here.=(কাম হেয়ার)=এখানে আস
give=(গিভ)=দেওয়া
rice=(রাইছ)=ভাত
curry/sabzi=(কারি/সাব্জি)=তরকারি
Please give me rice and curry = (প্লিজ গিভ মি রাইস অ্যান্ড কারি)= দয়া করে আমাকে ভাত ও তরকারি দাও।
was=(ওয়াছ)=ছিল
where was you?=(হয়ার ওয়াছ ইউ?)=তুমি কোথায় ছিলে?
long=(লং)=লম্বা
time=(টাইম)=সময়
where was you for long time=(হয়ার ওয়াছ ইউ ফর লং টাইম)=এত লম্বা সময় ধরে তুমি কোথায় ছিলে?
that=(দেট)=যে,
wating =(ওয়েটিং)=অপেক্ষা
for you=(ফর ইউ)=তোমার জন্য
do you know, that i am wating for you?=(ডু ইউ নো , দেট আই এম ওয়েটিং ফর ইউ)=তুমি যান, যে আমি তোমার জন্য অপেক্ষা করছি?
sorry=(সরি)=দুঃখিত
I am sorry for that=(আই এম সরি ফর দেট)=এই জন্য আমি দুঃখিত
actually=(একচুয়েলি)=আসলে
actually I was bussy=(একচুয়েলি আই ওয়াছ বিজি)=আসলে আমি ব্যাস্ত ছিলাম।
It's okay=(ইট'স ওকে)=ঠিক আছে
after=(আফটার)=পরে
sometime=(সামটাইম)=কিছুক্ষণ
after sometime=(আফটার সাম টাইম) = কিছুখন পর।
what are you doing?=(হোয়াট আর ইউ ডুয়িং)=তুমি কি করছ?
tell=(টেল)=বলা
fast=(ফাস্ট)=প্রথম
went=(ওয়েন্ট)=গিয়েছিলে
tell me fast, that where you went today?=(টেল মি ফাস্ট , দেট হয়ার ইউ ওয়েন্ট টুডে?)=আগে বল যে, আজ তুমি কোথায় গিয়েছিলে?
week=(উইক)=সপ্তাহ
within four week=(উইদিন ফোর উইক)=চার সপ্তাহের মধ্যে।
weak=(উইক)=দুর্বল
he is verry weak=(হি ইজ ভেরি উইক)=সে খুবই দুর্বল ।
do you know english=(ডো ইউ নো ইংলিশ?)=তুমি কি ইংরেজী জান?
let's talk=(লেটস টক)=চল কথা বলি
let's talk with english=(লেটস টক উইথ ইংলিশ)=চল ইংরেজীতে কথা বলি।
let's go =(লেটস গো)=চল যাই
store =(স্টোর)= দোকান
let's go to store=(লেটস গো টু স্টোর)=চল দোকানে যাই ।
now let's go=(নাউ লেটস গো)=চল এখন যাই।
we need to brush our teeth everyday=(উই নিড টু ব্রাশ আওয়ার টিথ এভরি ডে)=আমাদের প্রতিদিন দাত মাজা দরকার।
what =(হোয়াট)= কি
what do you now?=(হোয়াট ডু ইউ নাউ)=তুমি এখন কি কর?
so=(ছো)=অতএব
therefore=(দেয়ারফোর)=অতএব/সুতরাং
keep=(কিপ)=রাখা
keep it=(কিপ ইট)=এটা রাখ।
take it=(টেক ইট)=এটা লও ।
come=(কাম)=আসা
go=(গো) =যাওয়া
HR_JUWEL
0 Comments