Header Ads Widget

Gender


Gender (লিঙ্গ)

Gender এর আভিধানিক অর্থ হল লিঙ্গ। অর্থাৎ Gender হচ্ছে কোন noun বা pronoun এর সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় ঐ noun বা pronoun টি স্ত্রী, পুরুষ, ক্লীব না কি উ ভয় লিঙ্গ।
Types of Gender
Gender সাধারনত চার প্রকার
Masculine Gender ( পুং লিঙ্গ)

Feminine Gender ( স্ত্রী লিঙ্গ)

Neuter Gender (ক্লীব লিঙ্গও)

Common Gender (উভয় লিঙ্গ)

i. Masculine Gender
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বাচক অবস্থাকে বোঝায় তাকে Masculine Gender বলে। যেমন – Man, Boy, Brother, Bull, He, Dog, Cock ইত্যাদি।
ii. Feminine Gender
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বাচক অবস্থাকে বোঝায় তাকে Feminine Gender বলে। যেমন – Woman, Cow, Sister, Girl, She, Bitch, Hen ইত্যাদি।
iii. Neuter Gender
যে noun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বা পুরুষ কোন অবস্থাকে বোঝায় না তাকে Neuter Gender বলে। যেমন - Book, Pen, Table ইত্যাদি।
iv. Common Gender
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোন অবস্থাকে বোঝায় তাকে Masculine Gender বলে। যেমন – Baby, Cousin, Student, Teacher, Citizen, Enemy ইত্যাদি।
Gender পরিবর্তন এর নিয়ম
Rule 1 –
কতগুলো noun এর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে Feminine Gender করতে হয়। যেমন –
MasculineFeminineFatherMotherBrotherSisterHusbandWifeKingQueenFoxVixenDogBitchMaleFemaleUncleAuntWizardWitchBullCowLordLadySirMadamTailorSeamstressPapaMamma
Rule 2 –
কতগুলো noun এর শেষে “ess” যুক্ত করে Feminine Gender করতে হয়। যেমন-
MasculineFeminineAuthorAuthoressBaronBaronessCountCountessHeirHeiressPeerPeeressProphetProphetessStewardStewardessManagerManageressGodGoddessPriestPriestessHostHostessJewJewessLionLionessPoetPoetess
Rule 3-
কতগুলো Masculine noun এর শেষের vowel তুলে দেয়ার পর উহাদের শেষে “ess” যোগ করে Feminine করতে হয়। যেমন –
MasculineFeminineActorActressConductorConductressHunterHuntressInstructorInstructressSongsterSongstressTraitorTraitorsBenefactorBenefactressTigerTigressDirector directressdirectress
HR_JUWEL

Post a Comment

0 Comments