৮ম ক্লাস
এই Website মোট ১৫ টি ক্লাস আছে। আজ আমরা ৮ম ক্লাসটি শুরু করবো। অলসতা না করে করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাসই খুব ভালোভাবে মনযোগ সহকারে করবেন ভয় পাবেননা ক্লাস গুলো খুবই সহজ। তাছাড়া বাংলা উচ্চারণ দেওয়া আছে যাতে আপনাদের বুঝতে আরো সহজ হয় তবে একটি কথা যারা ইংরেজিতে দুর্বল বা কথা বলতে পারেননা তাদের জন্য সর্বাধিক উপকারী এই অ্যাপটি আর যারা ইংরেজি জানেন কিন্তু কথা বলতে পারেন না তাদের জন্য ও অধিক উপকারি হবে ইনশাআল্লাহ্ ।
নেতিবাচক কথা/চিন্তা থেকে বিরত থাকুনঃ মনের ভুলেও কখনো নেতিবাচক চিন্তা করবেন না অথবা নিজেকে বলবেন না।
Don’t Say:
• “You will never learn English.”
• “Why do I always make mistakes? I am so stupid.”
• “I never know what to say. English is so hard.”
তো শুরু করা যাক আজকের ক্লাস (৮ম ক্লাস)।
- always =(অলওয়েস)= সবসময়
- with =(উইথ)= সাথে
have you eaten?=(হেভ ইউ ইটেন?)=তুমি খেয়েছ?
- heigher=(হাইয়ার)=উচ্চ
- educated=(ইডুকেটেড)=শিক্ষিত
- person=(পারসন)=ব্যাক্তি
I am not educated=(আই এম নট ইডুকেটেড)=আমি শিক্ষিত নই।
- lower=(লয়ার)=নিম্ন
- insult=(ইনছাল্ট)=অপমান করা
- over=(ওভার)=উপরে/বেশি
- all=(অল)=সকল
- creat=(ক্রিয়েট)=বানানো/সৃষ্টি করা
- creator=(ক্রিয়েটর)=স্রষ্ঠা
- perfect=(পারফেক্ট)=নিখুঁত
- decission=(ডিছেশন)=সিদ্ধান্ত
- month=(মান্থ) =মাস
- ago=(এগো)=আগে
- after=(আফটার)=পরে
- I like=(আই লাইক)=আমি পছন্দ করি।
- I like it=(আই লাইক ইট)=আমি এটি পছন্দ করি।
do you know me?=(ডু ইউ নো মি?)=তুমি কি আমাকে চিন?
- Hope=(হোপ)=আশা করা
- I thing=(আই থিংক)=আমি মনেকরি / আমার মনেহয়।
where is your pen?=(হয়ার ইজ ইউর পেন)=তোমার কলম কোথায় ?
where you are going?=(হয়ার ইউ আর গোয়িং?)=তুমি কোথায় যাচ্ছ?
- think=(থিংক)=মনেকরা
- possible=(পছিবল)=সম্ভব
- remaining=(রিমেইনিং)=বাকী আছে
anything wrong?=(এনিথিং রঙ?)=কোন সমস্যা?
something have wrong=(সামথিং হেভ রং)=অল্পকিছু সমস্যা আছে।
how is it possible?=(হাউ ইজ ইট পছিবল?)=এটা কি করে সম্ভব?
is it possible=(ইজ ইট পছিবল?)=এটা কি সম্ভব?
I hopefuly=(আই হোপফুলি)=আমি আশাবাদী
you will be successful in the future=(ইউ উইল বি সাকসেসফুল ইন দা ফিউচার)=তুমি ভবিষ্যতে সফল হবে।
this is very bad=(দিস ইজ ভেরি বেড)=এইটা খুবই খারাপ।
0 Comments